Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য

·        নতুন নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ।

·        মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কৃষক পর্যায়ে জৈর সার উৎপাদন, সংরক্ষণ ও জমিতে যথাযথ ব্যবহারে কৃষক উদ্ভুদ্ধকরণ।

·        ইউরিয়া সাশ্রয়ের লক্ষ্যে গুটি ইউরিয়া ব্যবহার সম্প্রসারণ।

·        মাটি পরীক্ষার মাধ্যমে পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে সঠিকমাত্রায় সার প্রয়োগে কৃষককে পরামর্শ প্রদান করা।

·        মাটি পরীক্ষার মাধ্যমে পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে সঠিকমাত্রায় সার প্রয়োগে কৃষককে পরামর্শ প্রদান করা।

·        ফলন পার্থক্য কমিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য মানসম্মত ভাল বীজ ব্যবহারে কৃষক উদ্ধুদ্ধকরণ।

·        রাসায়নিক সারের উপর চাপ কমানোর জন্য জৈব সার ব্যবহার করে কম খরচে উৎপাদন বৃদ্ধিতে কৃষক উদ্ধুদ্ধকরণ।

·        সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার  মাধ্যমে  পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীটনাশক ব্যবহার ছাড়া ফসল উৎপাদনে কৃষক উদ্ধুদ্ধকরণ।

·        বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে কৃষক/কৃষানীদের উদ্ধুদ্ধকরণ।

·        সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার  মাধ্যমে  পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীটনাশক ব্যবহার ছাড়া ফসল উৎপাদনে কৃষক উদ্ধুদ্ধকরণ

 

·        বন্য,ক্ষরা তথা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য কৃষককে আগাম পূর্বাভাস প্রদান।

·        পারিবারিক পুষ্টি চাহিদা পুরণে বসতবাড়ীর আঙ্গিনায় ফল-মূল ও শাক-সবজি চাষ বৃদ্ধিকরণে কৃষক/কৃষানীদের পরামর্শ প্রদান

·        কৃষি চাষাবাদ বিষয়ে বিষয ভিত্তিক প্রশিক্ষণ,প্রদর্শনী স্থাপন এবং মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারিত সেবা প্রদান

(মাঠ পর্যায়ে কর্মরত উ-সহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস এবং উপ-পরিচালকের কার্যালয়ে সকাল ৯.০০ থেকে  সন্ধ্যা পর্যন্ত  সেবা ।

এছাড়া, অফিসের শস্য উৎপাদন বিশেষজ্ঞ , উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ এবং সর্বোপরি অফিসের উপ-পরিচালক মহোদয় কৃষকদের কৃষি সম্পর্কিত নানা সমস্যার সমাধান দেন।