Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রামআদালত

ফরম -৩

[বিধি ৫(২) দ্রষ্টব্য]

মামলার আদেশনামা

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

উপজেলা : সাতক্ষীরা সদর                                        জেলা : সাতক্ষীরা

মামলা নম্বর :২০২২/                                                    মামলার ধরণ : দেওয়ানী/ফৌজদারী

আবেদনকারী : মোঃ খায়রুল ইসলাম পিং- মানিক আলী দালাল প্রতিবাদী : বিল্লাল শশুর-আজিবার

আদেশ নং ও তারিখ

আদেশের বিবরণ

চেয়ারম্যানের স্বাক্ষর

১-০৩/৩/২০২২

আবেদনকারী মোঃ খায়রুল ইসলাম কর্তৃক প্রতিবাদী বিল্লাল এর বিরুদ্ধে ২৮,০০০/-টাকা দাবী করে আবেদন পত্র দাখিল করেছেন। আবেদনপত্র টি পর্যালোচনা করে দেখা যায়, বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন এর এখতিয়ার ভুক্ত এবং অত্র ইউনিয়নের আওতাভুক্ত। বিধায় গ্রাম আদালত গঠনের লক্ষ্যে আবেদনটি গ্রহণ করা হল।

আবেদনের বিবরণ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হোক। আগামী ৩১/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১০:০০ ঘটিকায় আবেদনকারী ও প্রতিবাদীর উপস্থিতির তারিখ ধার্য্য করে আবেদন কারীকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হোক। উক্ত তারিখে প্রতিবাদীকে এ ইউনিয়নে হাজির থাকার জন্য সমন জারি করা হোক।

 

ফরম -৩

[বিধি ৫(২) দ্রষ্টব্য]

মামলার আদেশনামা

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

উপজেলা : সাতক্ষীরা সদর                                        জেলা : সাতক্ষীরা

মামলা নম্বর :২০২২/৩০                                                 মামলার ধরণ : দেওয়ানী/ফৌজদারী

আবেদনকারী : মোঃ মশিউর রহমান পিং- মোঃ গোলাম রসুল    প্রতিবাদী : মোঃ আব্দুল হান্নান পিং-মুত আব্দুল আজিজ

আদেশ নং ও তারিখ

আদেশের বিবরণ

চেয়ারম্যানের স্বাক্ষর

১-২২/৩/২০২২

আবেদনকারী মোঃ মশিউর রহমান কর্তৃক প্রতিবাদী মোঃ আব্দুল হান্নান এর বিরুদ্ধে মৎস্য ঘের সংক্রান্ত অভিযোগ দায়ের পূর্বক ১,৫০,০০০/- টাকা ক্ষতির দাবী করে  আবেদনপত্র দাখিল করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, বাদীর দাঁতভাঙ্গা বিলের ৫০বিঘা জমির মৎস্য ঘেরের মধ্যে বিবাদী ০৩টি ছোট মৎস্য ঘেরে মোট ২৫ কাঠা জমির ঘের আছে যাতে বিবাদী মাছ ছাড়ে না কিন্তু সেখান হতে মাছ ধরে। বিষয়টি উচ্চাদলতে বিচারাধীন এবং বিবাদীগণ বাদীর প্রাননাশের হুমকি দিচ্ছে। আবেদনপত্র টি পর্যালোচনা করে দেখা যায়, বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন এর এখতিয়ার ভুক্ত নয়। বিধায় গ্রাম আদালত গঠনের লক্ষ্যে আবেদনটি গ্রহণ করা হল না।

আবেদনকারীকে উচ্চাদলতের আশ্রয় গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হল।

 

 

 

ফরম -৩

[বিধি ৫(২) দ্রষ্টব্য]

মামলার আদেশনামা

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

উপজেলা : সাতক্ষীরা সদর                                        জেলা : সাতক্ষীরা

মামলা নম্বর :২০২২/                                                    মামলার ধরণ : দেওয়ানী/ফৌজদারী

আবেদনকারী : মোঃ শরিফুল ইসলাম পিং- মৃত মোফাজ্জেল গাজী প্রতিবাদী : মোঃ আনারুল ইসলাম পিং-মৃত ইসমাইল সরদার

আদেশ নং ও তারিখ

আদেশের বিবরণ

চেয়ারম্যানের স্বাক্ষর

১-২৭/৩/২০২২

আবেদনকারী মোঃ শরিফুল ইসলাম কর্তৃক প্রতিবাদী মোঃ আনারুল ইসলাম এর বিরুদ্ধে জমি-মজা সংক্রান্ত অভিযোগ দায়ের পূর্বক ২৬ শতক জমি বেদখল দাবী করে  আবেদনপত্র দাখিল করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, এসএ-১১৪৪ খতিয়ানের সাবেক দাগ নং-৬২৯ হাল -১১৬৫নং দাগের ২৬ শতক জমি গাজীপুর গ্রামের মৃত টেটিরামের পুত্র শৃী রামপদ সরকার এওয়াজ দখল করে আছে। কিন্তু উক্ত এওয়াজ এর পরিবর্তে কোথাও জমি দেওয়া হয়নি। আবেদনপত্র টি পর্যালোচনা করে দেখা যায়, বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন এর এখতিয়ার ভুক্ত এবং অত্র ইউনিয়নের আওতাভুক্ত। বিধায় গ্রাম আদালত গঠনের লক্ষ্যে আবেদনটি গ্রহণ করা হল।

আবেদনের বিবরণ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হোক। আগামী ১৫/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১০:০০ ঘটিকায় আবেদনকারী ও প্রতিবাদীর উপস্থিতির তারিখ ধার্য্য করে আবেদন কারীকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হোক। উক্ত তারিখে প্রতিবাদীকে এ ইউনিয়নে হাজির থাকার জন্য সমন জারি করা হোক।

 

 

[বিধি ৫(২) দ্রষ্টব্য]

মামলার আদেশনামা

৪নং ঘোনা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত

উপজেলা : সাতক্ষীরা সদর                                        জেলা : সাতক্ষীরা

মামলা নম্বর :২০২২/৩১                                                 মামলার ধরণ : দেওয়ানী/ফৌজদারী

আবেদনকারী : মোঃ আলমঙ্গীর হোসেন পিং- মৃত ডাঃ জলিল   প্রতিবাদী : মোঃ হুমায়ন বিশ্বাস দিং পিং-মৃত মোসলেম আলী বিশ্বাস

আদেশ নং ও তারিখ

আদেশের বিবরণ

চেয়ারম্যানের স্বাক্ষর

১-২২/৩/২০২২

আবেদনকারী মোঃ আলমঙ্গীর হোসেন কর্তৃক প্রতিবাদী ১।মোঃ হুমায়ন বিশ্বাস ২। মোঃ ইলিয়াছ বিশ্বাস ৩। মোঃ বিল্লাল হোসেন ও অন্যান্ন এর বিরুদ্ধে দোকানঘর পুনঃসংস্কারে বাধা প্রদানের দাবী করে আবেদনপত্র দাখিল করেছেন। অভিযোগের বিবরণে জানা যায়, বাদীর ৩টি দোকানঘর ছিল তিনি আরও দুইটি দোকান পাকা করতে গেলে চলতি ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে বিবাদীগন বাধা প্রদান করছে তিনি তার অভিযোগে আরও উল্লেখ করেছেন অভিযোগটি সদর থানায় দায়ের করা হয়েছে। আবেদনপত্র টি পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগটি অন্য আদালতে বিচারাধীন থাকায় বিরোধীয় বিষয়টি গ্রাম আদালত আইন এর এখতিয়ার ভুক্ত নয়। বিধায় গ্রাম আদালত গঠনের লক্ষ্যে আবেদনটি গ্রহণ করা হল না।

আবেদনকারীকে উচ্চাদলতের আশ্রয় গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হল।

 

  

স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম  আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে ১৯ নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন । এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পিত্তি।নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তি পূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন ।

গ্রামাঞ্চলের কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দেওয়ানী ও ফেৌজদারী বিরোধ স্হানীয়ভাবে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় যে আদালতকে গ্রাম আদালত বলে । গ্রাম আদালত আইন ২০০৬ এর আওতায় গ্রাম আদালত গঠিত হবে । কম সময়ে, অল্প খরচে, ছোট ছোট বিরোধ দ্রুত ও স্হানীয়ভাবে নিষ্পত্তি করাই গ্রাম আদালতের উদ্দেশ্য ।গত ০৯ মে ২০০৬ তারিখ হতে গ্রাম আদালত আইন কার্যকর হয়েছে । ৫ (পাচ) জন প্রতিনিধির সমন্বয়ে গ্রাম আদালত গঠিত হয় । এরা হলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারীর পক্ষের ২ জন প্রতিনিধি (১ জন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১ জন গণ্যমান্য ব্যক্তি) প্রতিবাদীর পক্ষের ২ জন প্রতিনিধি (১ জন ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১ জন গণ্যমান্য ব্যক্তি)

ফৌজদারী বিষয়

১। চুরি সংক্রান্ত বিষয়াদি

২। ঋগড়া -বিবাদ

৩। শক্রতামূলক ফসল ,বাডি বা অন্য কিছুর ক্ষতি সাধন

৪। গবাদী পশু হত্যা বা ক্ষতিসাধন

৫। প্রতারণামুলক বিষয়াদি

৬। শারিরীক আক্রমণ ,ক্ষতি সাধন, বল প্রয়োগ করে ফুলা ও জখম করা ।

৭। গচিছত কোনো মুল্যবান দ্রব্য বা জমি আত্নসাৎ

দেওয়ানী বিষয়

১। স্হাবর সম্পতি দখল পুনরুদ্ধার

২। অস্হাবর সম্পত্তি বা তার মূল্য আদায়

৩। অস্হাবর সম্পত্তি ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণ আদায়

৪। কৃষি শ্রমিকদের প্রাপ্য মজুরী পরিশোধ ও ক্ষতিপুরণ আদায়ের মামলা

৫। চুক্তি বা দলিল মূল্যে প্রাপ্য টাকা আদায়