ইউনিয়নের সীমানা:উত্তরে কুশখালী,পূবে শিবপুর,দক্ষিণে ভোমরা পশ্চিমে বৈকারী ।
স্থাপনকাল:১৯৫৩ সাল।
আয়তন:২১.৭৪বর্গ কিলোমিটার।
মোট জনসংখ্যা:১৫৭০১। নারী-৭৯৩৫, পুরুষ-৭৭৬৬। পরিবার সংখ্যা: ৩৯০০, ভোটার সংখ্যা: জন।
মৌজা সংখ্যা:৫টি, মৌজার নাম: ঘোনা, ছনকা, বাঁকারঘোজ, গাজীপুর, মহাদেবনগর গ্রামের সংখ্যা:৭টি, গ্রামের নাম: ঘোনা, ছনকা, বাঁকারঘোজ, গাজীপুর, মহাদেবনগর , ভাড়ুখালী,
হাট/বাজারের সংখ্যা:১ টি, হাট বাজারের নাম - ঘোনা
টেলিকম টাওয়ার:৩টি, বাংলালিংক, গ্রামীণফোন, রবি ।
শিক্ষা প্রতিষ্ঠান:
কলেজঃ ২টি, সীমান্ত টেকনিক্যাল কলজে, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়।
কলেজ- নাই
মাধ্যমিক বিদ্যালয়:০২টি। ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ও ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়
মাদরাসার সংখ্যা:২টি। ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসা ও ঘোনা এবতেদায়ী মাদরাসা।
প্রাথমিক বিদ্যালয় : ৮টি । ঘোনা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় । ঘোনা কাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । বাঁকারঘোজ সরকারী প্রাথমিক বিদ্যালয় । ছনকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ।গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহাদেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষার হার -
রাস্তাঘাট:পাকা রাস্তা ১০ কি.মি., এইচবিরাস্তা কি.মি., কাচা রাস্তা ৬০ কি.মি.।
ইউ পি কমপ্লেক্সভবন:১টি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: ১টি।
কমিউনিটি ক্লিনিক:২টি, ঘোনা মোল্যা পাড়া ও গাজীপুর
বিওপি ক্যাম্প:২টি। ঘোনা ও গাজীপুর
ডাকঘর:২টি। ঘোনা ও ভাড়ুখালী
মসজিদের সংখ্যা:২৫টি
পাঞ্জেগানার সংখ্যা:০৬টি
ইদগাহ সংখ্যা:৭টি।
মন্দির সংখ্যা:৭টি
শ্নশানঘাট - ০৬টি
রেজিষ্টার ক্লাবের সংখ্যা:২টি
খোয়াড়ের সংখ্যা:১০টি
নলকূপের সংখ্যা: গভির - ১৩০, অগভীর - ১৫০টি।
সেচব্যবস্তারকাজেব্যবহৃতনলকূপ:
জমির পরিমাণ:১৭২৬হেক্টর।
প্রধান প্রধান ফসল:ধান, পাট, গম, আলু, রসুন, সরিসা ইত্যাদি।
গ্রোথ সেন্টার:১টি, কাথন্ডা বাজার।
ফুটবল মাঠ- ২টি । ঘোনা ও ভাড়ুখালী ।
ভিজিডি উপকারভোগীর সংখ্যা - ১০২জন।
বয়স্ক ভাতা সংখ্যা -৪০০জন।
প্রতিবন্ধী ভাতা সংথ্যা - ৫২জন।
বিধবা ভাতা সঙখ্যা- ২৫১জন।
মাতৃকাল ভাতার সংখ্যা - ৪৫জন
আয়তন | ৮.৪০বর্গ মাইল/২১.৭৪বর্গকি:মি: |
গ্রামসংখ্যা | ০৬টি |
মৌজা | ০৫টি |
জনসংখ্যা | ১৭৯৫৪ জন |
পুরুষ | ৯২৫৬জন |
মহিলা | ৮৬৯৮ জন |
মোটপরিবারসংখ্যা | ৪৯৮৬টি |
শিক্ষারহার | ৮৯.০৪% |
সরকারিপ্রাথমিকসংখ্যাবিদ্যালয়ের | ৮টি |
মাধ্যমিকবিদ্যালয় | ০২টি |
মাদ্রাসা | ০২টি |
উপআনুষ্ঠানিকবিদ্যালয় | ১টি |
জামেমসজিদ | ২৭টি |
ঈদগাহ | ০৭টি |
মন্দির | ০৭টি |
শ্মশানঘাট | ০২টি |
একফসলিজমিরপরিমান | ১৯৯হেক্টর |
দুইফসলিজমি | ৮০৫হেক্টর |
তিনফসলিজমি | ৩১৮হেক্টর |
চারফসলিজমি | ৪২ হেক্টর |
পতিত জমি | ৩৬২ হেক্টর |
নোনাপানিরচিংড়ীরঘের | ৩৬টি |
বনায়নকৃতরাস্তা | ৪০কি:মি: |
খাসজমিরপরিমান | ৯একর |
ভোটারসংখ্যা | ১১৯২৫জন |
মুক্তিযোদ্ধা | ২৪জন |
ভাতাপ্রাপ্তমুক্তিযোদ্ধা | ২৭জন |
প্রধানতমফসল | ধান,পাট,রবিশস্য,মাছ |
খাল | ২টি |
বিল | ০৩টি |
অগভীরটিউবওয়েলেরসংখ্যা | ২৮৫টি |
গভীরনলকুপেরসংখ্যা | ১৬৮টি |
বাজারেরসংখ্যা | ০১টি |
ভি,জি,ডিকার্ডধারী | ৮৮টি |
বয়স্কভাতাভোগী | জন |
বিধবাওস্বামীপরিত্যক্তাভাতাভোগী | জন |
ইউনিয়নউপস্বাস্হ্যকেন্দ্র | ০১টি |
প্রতিবন্ধিভাতাভোগী | ২৯জন |
গর্ভকালীনমাতৃত্ত্বভাতা | ২৮জন |
হোমিওপ্যাথিকচিকিৎসক | ০৯জন |
আইনজীবিরসংখ্যা | ০৩জন |
খেলারমাঠ | ০২টি |
কর্মরতএনজিওরসংখ্যা | ১৭টি |
পান্জেগানামসজিদ | ২৩টি |
ডাকঘর | ০২টি |
কমিউনিটিক্লিনিক | ০৩টি |
সরকারীব্যাংকসংখ্যা | ০১টি |
ওয়ার্ডসংখ্যা | ০৯টি |
আশ্রয়কেন্দ্র | ০২টি |
নিবন্ধনক্লাব | ০১টি |
নিবন্ধনবিহীনক্লাব | ০১টি |
কৃষকসমবায়সমিতি | ১৫টি |
মহিলাসমবায়সমিতি | ০৫টি |
অফিসেরকার্যক্রম/পরিচিতি:
অত্র সদরউপজেলার ০৪নংঘোনাইউনিয়নপরিষদকার্যালয়স্থানীয়সরকারএরঅধিনেএকটিসরকারীদপ্তর।বিভিন্নপেশাজীবীমানুষেরসমন্বয়েএখানেস্বেচ্ছায়অথবাসরকারীবাবেসরকারীপৃষ্ঠপোষকতায়সদরউপজেলার ০৪নংঘোনাইউনিয়নপরিষদেনানানদিকদিয়েবিশেষপরিচিতিলাভকরেছে।বিশেষকরেএখানেকবিএসওয়াজেদআলীজন্মস্থান।সবুজশ্যামলঘেরা আমাদেরএইইউনিয়নপরিষদেএমনএকজায়গায়অবস্থিতযেটিরচারিদিকেগ্রামআরগ্রামউত্তরেআইচপাড়া, দক্ষিনে ভবানীপুর, পূর্বদিকেপাঁচরখী, পশ্চিমদিকেহাওয়ালখালী।সাতক্ষীরাহতেইউনিয়নপরিষদেআসতেহলেমাধবকাটিহতেসোজাপশ্চিমদিকেমাত্র৬কিঃমিঃ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS