ঘোনা ইউনিয়ন লারন্য খাল বিধৌত অঞ্চল হওয়ায় এবং পূর্বে এখানকার ব্যবসা বানিজ্য কলকতা কেন্দ্রিক হওয়া এখানকার ভাষার সাথে কলকাতার ভাষার যথেষ্ট মিল লক্ষ্য করা যায়। আমরা ভৌগলিক কারনে প্রতি ১৫/২০ কিলোমিটার দূরত্বের ব্যবধানে ভাষার ব্যবহার ও উচ্চারণে যথেষ্ট পার্থক্য দেখা যায়। সে হিসাবে সাতক্ষীরা সদর তখা ঘোনা ইউনিয়নের অধিবাসীদের ভাষার সাথে যশোর অঞ্চলের ভাষার বেশ মিল লক্ষনীয়। প্রমিত চলিত ভাষার সাথে ঘোনা ইউনিয়নের অধিবাসীদের ভাষা ব্যবহারে কিছু পার্থক্য নিচের সারনীতে দেখানো হলো।
ক্রমিক নং | প্রমিত চলিত ভাষার উচ্চারণ | ঘোনা ইউনিয়নের আঞ্চলিক উচ্চরণ |
০১ | করছি | কত্তি |
০২ | খাচ্ছি | খাতি |
০৩ | দিচ্চি | দিতি |
০৪ | রাখছি | রাখতি |
০৫ | যাচ্চি | যাতি |
০৬ | দেখেছি | দেকিছ |
০৭ | বলেছি | বলিছ |
০৮ | দেখছিনা | দেখতিনে |
০৯ | পারছিনা | পাত্তিনে |
১০ | খেলতে যাবি না | খেলতি যাবি না |
১১ | শাশুড়ি | শাকড়ি |
১২ | স্নান | চ্যান |
১৩ | দেখিস | দেকিস |
১৪ | ভিক্ষা | ভিক্কে |
১৫ | পথ | পত |
১৬ | কোনটা | কোনডা |
১৭ | এবার | এইবার |
১৮ | কথা | কুতা |
১৯ | নিচ্ছি | নিতি |
২০ | ছেলে | ছ্যামড়া |
২১ | মেয়ে | ছেমড়ি |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS